‘মানুষ পুড়িয়ে ক্ষমতায় যেতে চাইছেন খালেদা’

ওমেনআই:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত এক মাসের অবরোধে গাড়িতে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে অর্ধশত মানুষের মৃত্যুতে বিএনপি-জামায়াত জোটের কী অর্জন হয়েছে তা নিয়েও প্রশ্ন করেছেন তিনি।
রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে বিএনপি নেত্রীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় ছিল, হয়তো আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তা জনগণের পোড়া লাশের ওপর পাড়া দিয়ে কেন?’
ক্ষমতায় যেতে হলে গণতান্ত্রিক উপায়েই যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, ‘বিরোধী নেত্রী মনে হয় উন্মাদ হয়ে গেছেন। তা না হলে বাড়ি ছেড়ে অফিসে বসে কী আন্দোলন ঘটাচ্ছেন? এতে উনি কী পাবেন আমি জানি না। আল্লাহ তাদের সুমতি দিক-ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, তারা যেন সেই পদক্ষেপ নেয়।’
গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন খালেদা জিয়া।
ঢাকা, ৮ ফেব্রুয়ারি (ওমেনআই)/এসএল/