জাতীয়
তাজরীন মালিককে গ্রেপ্তারে নির্দেশ দিয়েছে আদালত

ওমেন আই :
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার মামলায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ পলাতক এই পরোয়ানা জারি করেন।
এর আগে গাত ২২ নভেম্বর সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
উল্লেখ্য, গত বছর ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।