‘বডি ল্যাঙ্গোয়েজ’ শিখতে নিউইয়র্কে আলিয়া

ওমেনআই:স্টুডেন্ড অফ ইয়ার’ থেকে শুরু করে ‘টু স্টেটস’, কেরিয়ারের ‘হাইওয়ে’তে আলিয়া ভাট এগিয়েছেন দ্রুতগতিতে। এবার চরিত্রকে আরও ভালো করে বুঝতে তিনি ভর্তি হয়েছেন ‘বডি ল্যাঙ্গোয়েজ’ কোর্সে। এই কোর্সের জন্য তিনি পাড়ি জমিয়েছেন নিউইয়র্কে৷
‘সান্দার’ ছবির কাজে এই মুহূর্তে ব্যস্ত আলিয়া। কাজ শেষ হলেই পাড়ি জমাচ্ছেন নিউইয়র্কে? তবে নিছক ছুটি কাটাতে নয়। আলিয়া ভর্তি হয়েছেন বডি ল্যাঙ্গোয়েজ শেখার কোর্সে। চরিত্রের তফাতে কীভাবে পাল্টে যায় শরীরী ভাষা, কীভাবে তা আয়ত্ত করতে হয়, সে সবই শিখবেন আলিয়া। আর যে কোনও চরিত্রকে ভিতর থেকে বুঝে পর্দায় ফুটিয়ে তুলতে আলিয়াকে সাহায্য করবে এই কোর্স৷
কেরিয়ারের গোড়াতে ‘কফি উইথ করন’ এ তার কথাবার্তা জোক হয়ে ছড়িয়েছিল অনলাইনে। তারপর থেকে নিজের ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলেছেন আলিয়া। অভিনয়ের ক্ষেত্রেও সমালোচকদের প্রশংসা পেয়েছেন৷ জিতেছেন ফিল্মফেয়ারও৷ এবার এই কোর্স, আলিয়াকে কোন নতুন রূপে বলিউডের সামনে হাজির করে, তা জানতে উৎসুক বলিপাড়া৷
ঢাকা, ১০ ফেব্রুয়ারি (ওমেনআই)/এসএল/