ঘুরে আসুন ভালোবাসা দিবসে

ওমেনআই: ঘটা করে ভালোবাসার সম্পর্ক হয় না। দিনে দিনে আস্থা বিশ্বাস আর আন্তরিকতা গড়ে তোলে নিখাদ একটি ভালোবাসার সম্পর্ক। তবে একথাও সত্য, বিশেষ কোনো দিনে ভালোবাসার মানুষকে সবচেয়ে কাছে পেতে চাই মন। সুন্দর মুহূর্তগুলো তার সঙ্গে কাটানোর প্রবল ইচ্ছা পেয়ে বসে নিজের অজান্তেই। আর তাইতো বিশ্ব ভালোবাসার জ্বরে যখন বিশ্ব কাঁপতে থাকে, তখন নিজের মনেও উকি দেয় ভালোবাসার মানুষকে নিয়ে কিছু করার তাগিদ। ভালোবাসার মানুষকে নিয়ে যারা এইদিনে সময় পার করতে চান একটু ঘোরাঘুরিতে, তারা যেতে পারেন বেশ কিছু জায়গায়। হয়তো পরিকল্পনা আপনার আগেই আছে তবু আরও একবার জেনে নেয়া যাক ঢাকার মধ্যেই ভালোবাসাময় দিনভর ঘোরাঘুরিটা কেমন করে সম্ভব?
রমনা পার্ক
রাজধানী ঢাকার ঠিক মধ্যভাগে নগরের ফুসফুস বা অক্সিজেন সরবরাহকারী হিসেবে নীরবে সেবা দিয়ে যাচ্ছে রমনা পার্ক। নানা প্রজাতির গাছ, কৃত্রিম হ্রদ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে পার্কটি নগরবাসীর এক প্রিয় ঠিকানা। মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬১০ সালে বাংলার সুবেদার ইসলাম খাঁর হাত ধরে যাত্রা শুরু হয় রমনা পার্কের। নানা প্রজাতির গাছ, ফুল, পাতাবাহার ও গাছের বাহার দেখে মনটা নেচে উঠবে প্রকৃতির ছোঁয়া পেতে। বিশালাকৃতির এই পার্কের ভেতর দিয়ে বয়ে চলা আঁকাবাকা পথ দিয়ে প্রিয় মানুষের সঙ্গে হেঁটে চলা বা হ্রদের পাশে বেঞ্চে বসে বাদাম চিবোনো কিন্তু মন্দ নয়। ছোট ছোট পাখির কলতানে মুখরিত আর গাছের ফাঁকে ফাঁকে ফুড়ুৎ করে উড়ে চলা পাখি দেখেও সময় কাটবে দারুন। এইদিনে পার্কের মধ্যে অনেকে আবার পিকনিকের আড্ডা জমাতে পারে, গাইতে পারে গলা ছেড়ে। এসব দেখেও প্রিয়জনের সঙ্গে আহলাদিত হতে পারে আপনার মন। তাছাড়া রেস্টুরেন্টে খেতে চাইলে সে ব্যবস্থাও আছে রমনা পার্কের মধ্যে। আপনি চাইলে প্রিয় মানুষের সঙ্গে হ্রদের বোটে করে জলের ছোঁয়ায় ঘোরাঘুরিটা মাতিয়ে তুলতে পারেন। রমনার সুশৃঙ্খল পরিবেশে আপনাদের ভালো না লেগে পারেই না।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (ওমেনআই)/এসএল/