জাতীয়
অনির্দিষ্টকালের অবরোধ শুরু

ওমেন আই :
দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৮ দলীয় জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে বুধবার থেকে সারা দেশে রাজপথ-রেলপথ-নৌপথে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার ভোর ৬টার থেকে শুরু হয় এ অবরোধ।
গত ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া নির্বাচন প্রতিরোধের আহ্বান জানিয়ে ২৯ ডিসেম্বর ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা দেন। তবে সরকার দলীয় কর্মীদের বাধা ও আইনশৃংখলা বাহিনীর তৎপরতার কারনে খালেদা জিয়া নিজ বাসভবন থেকে বের হতে পারেনি।
পরে গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বিরোধী জোটের পক্ষে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।