শিক্ষা
শুক্র ও শনিবার শাবিতে ক্লাস পরীক্ষা

ওমেনঅাই:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শুক্রবার ও শনিবার ক্লাস পরিক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শাবি উপাচার্য গণমাধ্যমকে জানান, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অব্যাহত হরতাল, অবরোধে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো জানান, হরতাল, অবরোধের কথা বিবেচনা করে আপাতত শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল করবে।
তাছাড়া যদি হরতাল না থাকে তবে অবরোধ থাকলেও সপ্তাহে অন্য দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (ওমেনআই)/এসএল/