শহীদ মিনারে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব

ওমেনআই: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘অভিজিৎকে শুধু হত্যা করা হয়নি, এ হত্যাকাণ্ড নিয়ে উল্লাস করা হয়েছে। অভিজিতের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে বিরাজমান মৌলবাদের তৎপরতা অভিজিতের রক্তের মধ্য দিয়েই ধুয়ে মুছে যাবে।’
কেন্দ্রীয় শহীদ মিনারে রবিবার বিকালে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী পথনাট্যোৎসবের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ‘সংস্কৃতি হচ্ছে সকল অসঙ্গতি মোকাবেলার হাতিয়ার। রক্তপাতের মধ্য দিয়ে কোনো মহৎ লক্ষ্য অর্জিত হয়নি। যা হয়েছে তা মহত্ব ও আত্মত্যাগের মধ্যে দিয়ে।’
‘আগুনে পুড়ছে দেশ, বাঁচাও জীবন বাঁচাও দেশ’ স্লোগান নিয়ে এই উৎসব শুরু হয়। আয়োজক সংগঠনের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে আলোচনা করেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন নাট্যকর্মী অলোক বসু। স্বাগত বক্তব্য রাখেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
গোলাম কুদ্দুছ বলেন, ‘যে লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছিল, বেদনার সঙ্গে বলতে হয় আজও তা বাস্তবায়িত হয়নি। স্বাধীন দেশে স্বাধীনভাবে জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত নানাভাবে দেশের প্রগতিশীল মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা হচ্ছে। আমরা এ সবের প্রতিকার চাই।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘দেশের সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। হয়তো অভিব্যক্তি প্রকাশের সঙ্গে অনেকের দ্বিমত থাকবে কিন্তু মত প্রকাশের অধিকার তো দিতে হবে। মত প্রকাশের অধিকার কেড়ে নিলে বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। সভ্যতা সম্ভব নয়। আমরা এমনটা চাই না। আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। সাংস্কৃতিক কর্মযজ্ঞ করতে চাই। আমাদের সে নিরাপত্তা সরকারকে দিতে হবে।’
উদ্বোধনী আলোচনা শেষে উৎসবের প্রথম দিনে আরণ্যক নাট্যদল, সাত্ত্বিক নাট্য সম্প্রদায়, সুবচন নাট্য সংসদ ও মহাকাল নাট্যসম্প্রদায় পৃথক পৃথকভাবে ৪টি পথনাটক পরিবেশন করে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানে অতিথিরা শহীদ মিনারের মূল বেদীতে ফুল দিয়ে ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদন করেন। সমবেতভাবে ‘জাতীয় সংগীত’ ও ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ’ গানটি পরিবেশন করে ‘পঞ্চভাস্কর’ এর শিল্পীরা।
ঢাকা, ২ মার্চ (ওমেনআই)/এসএল/