আন্তর্জাতিক
চীনে পাহাড় থেকে বাস পড়ে নিহত ২০

ওমেনআই: চীনে পাহাড়ের উঁচু ঢাল থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন। আজ মঙ্গলবার হেনান প্রদেশের লিনঝাউ এলাকায় এ ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হতাহত ব্যক্তিরা স্থানীয় একটি অপেরা দলের সদস্য ছিলেন। দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।
চীনে এ ধরনের সড়ক দুর্ঘটনা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িযেছে। বিশেষ করে দূর পাল্লার গাড়িগুলোতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক হিসেবে বলা হয়, ২০১২ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন। ২০০৩ সালে মৃতের এ সংখ্যা ছিল এক লাখ চার হাজার।
ঢাকা, ৩ মার্চ (ওমেনঅাই)/এসএল/