অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ

ওমেনঅাই:একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটেরে অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ৩০টি বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় এ ফলাফল সবার জন্য উন্মুক্ত করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
তিনি জানান, ফলাফল প্রকাশ হওয়া ৩০টি অনার্স বিষয়ে সারাদেশের ৪৭৩টি কলেজের ১৭৮টি কেন্দ্রে নিয়মিত ১ লাখ ৫৭ হাজার ২২০ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৪ জন। অনুত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী। এ বর্ষের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০১৪ সালের ১৫ নভেম্বর।
বদরুজ্জামান জানান, বুধবার সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে এবং যে কোনো মোবাইল থেকে Message অপশনে গিয়ে nu
ঢাকা, ৫মার্চ (ওমেনঅাই)/এসএল/