জাতীয়
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান আর নেই

ওমেনআই প্রতিবেদক : ঢাকা-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান আর নেই। আজ রাত ৯.০৭ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মরহুমের জামাতা বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বেলা ১১-০০ টায় বিএনপি অফিসের সম্মুখে, ১২-০০টায় ধানমন্ডি ঈদগাহ্ মাঠে, বিকেল ৩-০০টায় গালিমপুর সোনাবান বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এবং সর্বশেষ বেলা ৪-০০টায় দোহার-নাবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এর পর আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
সামি/৪/৮/২৩.৩৮