সাহিত্য
বশ্যতা

নাদিরা কিরণ
জীবনের রং, রুপ, রসের আস্বাদে
আকাঙ্খিত মন খুঁজে অমিয়ের সুধা
জীবন, প্রকৃতির অলিগলিতে
চাতকের তীক্ষ্ণ পলকে খুঁজি
সুখের পাথরবাটি।
প্রকৃতির উন্মুক্ত উদার নির্মলতায়
উন্মুখ মনে মেলে খানিক প্রশান্তি।
তবু তৃষ্ণার্ত, অতৃপ্ত হৃদয়ে
আকাঙ্খার মুঠো ভরেনা।
পাই না দিশা।
পূর্ণ অবয়বের আলিঙ্গনেও
পাই কেবলই উষ্ণ উত্তাপ।
মন তুলিতে ওঠেনা গাঢ় রং
আঁকে আবারও নিঃস্বঙ্গ মন
তবু হৃদয়ের শিরশিরে হাওয়ায়
তুমিটাকে খু্ঁজতে খুঁজতে
আমিটাকেই হারিয়ে ফেলেছি।