বিরতির পর নাটকে ফিরলেন সারিকা!

বিনোদন প্রতিবেদক : লম্বা বিরতির পর আবারও কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা। সম্প্রতি অংশ নিয়েছেন একটি খণ্ড নাটকে। নাম ‘হৃদয়ে কোলাহল’। এসকে শুভ এবং শফিকুল ইসলাম নাট্যর যৌথ পরিচালনায় নাটকটি লিখেছেন অয়ন চোধুরী।
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন সারিকা। কিন্তু মাঝে অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে বারবার বিরতি নিয়েছিলেন শোবিজ থেকে। সেই সময়টায় কখনও সিডিউল ফাঁসিয়ে আবার কখনও ব্যক্তিগত জীবনের ঘটনার কারণে সংবাদের শিরোনাম হতেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে নিয়মিতই কাজ করছেন নাটকে। নিয়ম মেনে শুটিং সেটে আসছেন এবং সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে সুন্দরভাবে কাজও করে যাচ্ছেন। তাই এখন নির্মাতারাও তাকে নিয়ে নাটক নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন।
‘হৃদয়ে কোলাহল’ নাটকে সারিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন সায়েদ জামান শাওন, শিশির, বৃষ্টি রহমানসহ অনেকেই।
নির্মাতা সুত্রে জানা গেছে, ‘হৃদয়ে কোলাহল’ খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।