সুচিত্রা সেনের-বিদ্যা বালান

ওমেনআই: বিদ্যা বালান এবার বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন। তাই কত্থক নৃত্য শেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
লখনউ থেকে পণ্ডিত জায়ু রমণ তাকে তালিম দেবেন। আগামী কয়েকদিনের মধ্যে শুরু হয়ে এই প্রশিক্ষণ চলবে দুই সপ্তাহ। আগামী মাসেই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে।
সুচিত্রাকে অন্য সবার মতো শ্রদ্ধা করেন বিদ্যা। তাই অপ্রস্তুত হয়ে এমন একজনের জীবনী নিয়ে নির্মাণাধীন ছবিতে কাজ করতে চান না তিনি। তাই নির্মাতার কাছে ছবিটিতে কত্থক নাচের দৃশ্য থাকবে জেনে এই অভিনেত্রী নাচ শেখার জন্য একজন ওস্তাদকে চেয়েছেন। তার মুখপাত্র খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
বিদ্যা এখন ‘হামারি আধুরি কাহানি’ ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী এমরান হাশমি। তার হাতে আরও ৩টি ছবির চিত্রনাট্য আছে। এর মধ্যে পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর জীবনীমূলক ছবিও আছে।
ঢাকা, ১৭ মার্চ (ওমেনআই)/এসএল/