সাহিত্য
মেঘগুলো হারালো

রওনক খান
একদিন স্হির জেনো দেখা হবে
মায়াবতী মেঘেদের সাথে,
সাদা সাদা মেঘগুলো পেলব, কোমল
তুলোর মতন — মেঘেদের মন।
আমি তাই হেলে পড়া দুপুরবেলায়
জানালায় রোজ বসে থাকি,
নিভৃতে নীলিমারে ডাকি।
তাড়া কিছু নেই, ম্লান রোদে মাখা,
চঞ্চলা বিকেলবেলায়
ঘাস, ফুল, পাখিদের মেলায়
উড়ু উড়ু মেঘেভরা, ছায়াঢাকা মাঠে
বালিকারা ছুটে।
তাহাদের লালঝুটি, ডানাকাটা রুপ
অপরুপ দুলে যায়,
আধো আধো সন্ধ্যাটা বলে যায়,
জানো না কি, তুলোতুলো মেঘগুলো হারিয়েছে
নীহারিকাদের ভীড়ে, তারার তিমিরে,
আহা ! তুমি ছুটেছ কি মিছে —-
মায়াবতী মেঘেদের পিছে।