সারাদেশ
নারী সেজে পালাচ্ছে আইএস জঙ্গিরা!

ওমেনআই: ইরাকের যুদ্ধক্ষেত্রগুলোতে হেরে যাচ্ছে আইসিস জঙ্গিরা। এ অবস্থায় পালাতে গিয়ে নানা ছদ্মবেশ নিচ্ছে তারা।
গত সোমবার ইরাকি সেনাদের হাতে ধরা পড়েছে ২০ জঙ্গি। যারা নারী সেজে পালাচ্ছিলো। ইরাকী সেনার মুখপাত্র গালিব আল জুবুরি জানিয়েছেন উত্তরাঞ্চলীয় বাকুবা শহরে ধরা পড়ে এই জঙ্গিরা।
ধরা পড়ার পর দেখা গেছে, বোরখার নিজে নারীদের মতো অন্তর্বাস পরে, মুখে পুরু পাউডার লিপস্টিক মেখে নিয়েছে তারা। আইলাইনার আইশ্যাডোও ব্যবহার করেছে।
তিরকিতের যুদ্ধক্ষেত্র থেকে এরা পালাতে গিয়ে ধরা পড়ে। ছয়দিন আগে আইসিসের কাছ থেকে এই অঞ্চল দখলে নেয় ইরাকি সেনারা।
ধরা পড়ার পর আইসিস জঙ্গিদের ভাগ্যে কি ঘটেছে তা অবশ্য জানা যায়নি।
ঢাকা, ১৮ মার্চ (ওমেনআই)/এসএল/