উদ্যোক্তা
সালমা ইসলাম এমপি যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের আকস্মিক মৃত্যুর প্রেক্ষিতে যমুনা গ্রুপের ৪২টি অঙ্গ প্রতিষ্ঠানের কোম্পানীসমূহের পরিচালনা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতভাবে এডভোকেট সালমা ইসলাম এমপিকে যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম বাবুল গত ১৩ জুলাই ইন্তেকাল করেন।তার স্থলাভিষিক এডভোকেট সালমা ইসলাম এমপি ইতিপূর্বে যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি বর্তমান জাতীয় সংসদের একজন সংসদ সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক।
সা/৩১/৮/২১.৩৬