জাতীয়
করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৫০

ওমেনআই প্রতিবেদক : দেশে গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২০৯ জন। এর মধ্যে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৪ হাজার ৯৪৬ জনে।
এছাড়া দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩১৬ জনে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯০ জন, মোট সুস্থের সংখ্যা দাড়ালো দুই লাখ ৮ হাজার ১৭৭ জনে।
সা/১/৯/১৫.৪৮