সাহিত্য
শান্ত দিঘি

জান্নাতুল ফেরদৌস পান্না
শান্ত দিঘির শান্ত জলে
ডুব দিয়েছো ডুব
তোমার মনে আমার বসত
খুব হয়েছে খুব।
উচ্ছ্বসিত তোমার চোখে
ভাব দেখেছি কত
পাথর ভাঁঙ্গা গভীর ক্ষতে
চুম দিয়েছো শত।
লুকোচুরি খেলতে গিয়ে
আটকে গেলে যেই
আত্নহারা হয়ে তুমি
তোমার মাঝে নেই।
জলের নিচে শেওলা দেখে
ভয় পেয়েছো ভয়
স্রোতের টানে হৃদয় তোমার
সূর ছন্দে লয়।
আসো তবে দেখবে যদি
শান্ত দিঘির জল
পাই না খুঁজে তোমার পরশ
আঁখি ছলছল।