’নারীর আর্থসামাজিক ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে সিপিএ’

ওমেনঅাই:জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধিতে সিপিএ কাজ করে যাচ্ছে।’
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ীমিশনে তার সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নারীর ক্ষমতায়ন, নারীশিক্ষা উন্নয়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ আরো অনেক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অভিজ্ঞতা ও অর্জন রয়েছে বলে মন্তব্য করেন স্পিকার।
শিরীন শারমিন বলেন, ‘উন্নত-অনুন্নত, ধনী-দরিদ্র সব প্রকার দেশই কমনওয়েলথ সদস্য। কমনওয়েলথভুক্ত দেশগুলোর উন্নয়নের স্বার্থে প্রত্যেকের অভিজ্ঞতা বিনিময় করতে হবে। সব দেশকে তাদের উন্নয়ন অভিজ্ঞতা, জ্ঞান এবং সম্পদের পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোর উন্নয়ন প্রক্রিয়াকে আরো এগিয়ে নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে সিপিএ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে করে সংসদ সদস্যরা তাদের নিজ দেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত ও শক্তিশালী করতে পারে। সরকারের প্রচেষ্টার পাশাপাশি সংসদ সদস্যদের উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ সামগ্রিক উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবে।’
অভ্যর্থনা অনুষ্ঠানে কানাডা, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, উগান্ডা, মোজাম্বিক ও নামিবিয়াসহ জাতিসংঘে নিযুক্ত কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থা ও উন্নয়ন সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে স্পিকার আফ্রিকান ইউনিয়ন কনফারেন্স সেন্টারে কমনওয়েলথ ও আফ্রিকান ইউনিয়ন আয়োজিত ওমেন্স পলিটিকাল লিডারশিপ ইন ডেলিভারিং ডেমোক্রেসি অ্যান্ড ডেভলপম্যান্ট ইন আফ্রিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বৈঠকে আফ্রিকান দেশসমূহে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরো বৃদ্ধির কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘নারীনেতৃত্ব বিকাশে নারীর আর্থসামাজিক, রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সিপিএ কাজ করে যাছে। যার মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে নারীনেতৃত্ব বিকাশে কাজ করার সুযোগ রয়েছে।’
ঢাকা, ১৯ মার্চ (ওমেনঅাই)/এসএল/