
ওমেনআই প্রতিবেদক : সাবেক সেনা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
আজ রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে প্রতিবেদন তুলে দেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন কমিটি জমা দিয়েছে। এটি এখনই প্রকাশ করা হবে না। প্রতিবেদন আদালতে পাঠানো হবে।
সা/৭/৯/১৩.০৭