‘এইচএসসির সময়সূচী পরিবর্তন হবে না’

ওমেনআই: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তন না হলে হরতালের মধ্যেও আসন্ন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ অব্যাহত থাকলেও আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচীতে কোনো পরিবর্তন আসবে না বলে জানান শিক্ষামন্ত্রী।
সোমবার বিকেলে সচিবালয়ে একথা বলেন তিনি।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এইচএসসি পরীক্ষার যে রুটিন ঘোষণা দেয়া হয়েছে ১লা এপ্রিল থেকে, সে অনুসারেই পরীক্ষা হবে। এর কোনো পরিবর্তন হবে না। আমরা আর কোনো বিকল্প পথ নিয়েও ভাবছি না। তাই সংশ্লিষ্ট সবাইকে বলছি, সবাই সবার প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হন।’
হরতাল অবরোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই হরতাল-অবরোধ কিছুই এখন হচ্ছেনা, কেউ এগুলো মানছেনা। এগুলোর বিরুদ্ধে মানুষের মতামত দাঁড়িয়ে গেছে, তাই যারা এসব ডাকছে এখন তাদেরকেই বিকল্প ভাবতে হবে।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘এসএসসি পরীক্ষার সময় আমরা একটা বিশেষ কৌশল অবলম্বন করেছি, এতে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এটা শুধু আমার নয়, এই অভিজ্ঞতাটা অভিভাবক থেকে শুরু করে সাধারণ ছাত্র-ছাত্রীর সবারই হয়েছে।’
তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘আমি আশা করছি সবাই সাধ্যমত আমাদের সাহায্য করবেন যাতে ঘোষিত রুটিন অনুসারে প্রতিটি পরীক্ষা সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।’
ঢাকা, ২৪ মার্চ (ওমেনঅাই)/এসএল/