মিডিয়া
সিআরআই’র ম্যাগাজিন ‘হোয়াইট বোর্ড’ এর উদ্বোধন

ওমেনআই ডেস্ক : হোয়াইট বোর্ড নামে একটি পলিসি ম্যাগাজিনের নিয়ে এলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই। রোববার অনলাইনে এর উদ্বোধন করেন হোয়াইট বোর্ডের এডিটর ইন চিফ ও বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক।
জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরুপ এই উদ্যোগ বলে জানান তিনি। ম্যাগাজিক প্রথম সংখ্যার বিষয় হবে, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর নেয়া নীতিসমূহ, যা দেশকে ভবিষ্যৎ অগ্রগতির দিকে নিয়েছে।
ম্যাগাজিনটিতে দেশি বিদেশি গবেষক ও শীর্ষ বিশেষজ্ঞসহ তরুণদের মতামত উঠে আসবে। পরবর্তী ইস্যু হিসেবে কোভিড নাইনটিন নিয়ে কাজ করবে হোয়াইট বোর্ড।
সি/২০/৯/৮.৩১