
ওমেনআই ডেস্ক : খাগড়াছড়ির সদর উপজেলায় প্রতিবন্ধী এক পাহাড়ি নারীকে ধর্ষণের মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বাবা-মা ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের হাত-মুখ বেঁধে ফেলে আসামিরা। এরপর মেয়েটিকে ধর্ষণ করে তারা। পরে স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ফোন লুট করে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
পুলিশ আরো জানায়, শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করা হয়। এখনো অভিযান অব্যাহত রয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জানা গেছে, গ্রেপ্তার সাত জনই বাঙালি সেটেলার।
প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনার পরদিন খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত নয় জনকে আসামি করে মামলা করেন নির্যাতিতার মা।
পাহাড়ি নারীসহ সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা প্রতিরোধ ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পাহাড়ি সংগঠনগুলো।