জাতীয়
সারা দেশে পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

ওমেনআই: আজ ১ এপ্রিল বুধবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
এ কারণে পরীক্ষা কেন্দ্র ও রাস্তায় পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সকাল থেকে ঢাকাসহ সারা দেশে ১৪০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির তথ্য কর্মকর্তা মহসিন রেজা।
উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষাও হরতাল-অবরোধের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এতোদিন পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও হরতালের কারণে বারবার পেছানোতে এখনো শেষ হয়নি। একারণে এইচএসসি পরীক্ষা সময়মতো শেষ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।
ঢাকা, ১ এপ্রিল (ওমেনঅাই)/এসএল/