জিমেইলের মোবাইল ভার্সনে পরিবর্তন

ওমেনআই: জিমেইলের মোবাইল ভার্সনে পরিবর্তন আসছে। অ্যানড্রয়েডের জন্য জিমেইলকে নতুনভাবে সাজাচ্ছে গুগল ইনকরপোরেশন। এখন থেকে মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক ইমেইল অ্যাকাউন্টস পরিচালনা করতে পারবেন।
গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিগিস ডিকম্পাস একটি ব্লগ পোস্টে জানান, মোবাইলে জিমেইল ব্যবহারকারীরা আজ থেকে পরিবর্তিত সুবিধা পাবেন। এই সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা এক ঝলকে ইনবক্সে আসা মেইলগুলো দেখতে পারবেন। ‘অল ইনবক্স অপশন’টি দিয়ে সকল মেইল দেখা যাবে।
গুগলের এই সেবায় ইয়াহু এবং মাইক্রোসফট আউটলেটের মত মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ই-মেইল একত্রিত করে দেখানো হবে।
যদিও এই সেবাটি ইতোমধ্যে ডেক্সটপ ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। ডেক্সটপে একাধিক ই-মেইল অ্যাকাউন্ট পরিচালনা করার সুযোগ রয়েছে। এখন থেকে আনড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোন ব্যবহারকারীও জিমেইলে এই সুবিধা পাবেন।
ঢাকা, ১ এপ্রিল (ওমেনঅাই)/এসএল/