বিনোদন
প্রথমবার ওয়েব সিরিজে শবনম ফারিয়া, সঙ্গে রাজ

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এরইমধ্যে তিনি শেষ করলেন ‘বিলাপ’ শিরোনামের একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ। এটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার। যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
শবনম ফারিয়া বলেন, আমি এর আগে কখনো ওয়েব সিরিজে কাজ করিনি। এই গল্প শোনার পর মনে হয়েছে যে, এতে কাজ করা যায়। নিজেকে নতুনভাবে দেখানোর সুযোগ আছে।
ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশন্স, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি খুব শীঘ্রই ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’-এ স্ট্রিমিং করা হবে।
সা/৩০/৯/১১.৩৬