আনুশকা শর্মার বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক : উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা নিন্দিত হচ্ছে সারা ভারত জুড়ে। বলিউড তারকারাও এই বিষয়ে সরব হয়েছেন। অভিনেত্রী আনুশকা শর্মাও এই প্রসঙ্গে একটি বিশেষ বার্তা দিয়েছেন। খুব শীঘ্রই মা হতে চলেছেন আনুশকা। এই পরিস্থিতি দেখে শিশুদের কী ভাবে পালন করে আসা উচিত সেই বিষয়ে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। আনুশকা লিখেছেন, আমাদের সমাজে পুত্র সন্তান হওয়াকে প্রিভিলেজ হিসেবে দেখা হয়। অবশ্যই কন্যা সন্তান হওয়া একই রকমের আনন্দের। কিন্তু সমাজে এই এটাকে খুবই ক্ষীণদৃষ্টিতে দেখা হয়ে থাকে।
আনুশকার মতে ছোট থেকে পুত্র সন্তানকে বোঝানো উচিত যে মহিলাদের সম্মান করা উচিত। অভিনেত্রী বলছেন, সমাজে বাবা মা হিসেবে এটা আপনার কর্তব্য। তাই এটাকে সুবিধা হিসেবে ভাববেন না। আনুশকা বলতে চেয়েছেন, পুত্র সন্তানের জন্ম দেওয়া অতিরিক্ত কোনও সুবিধা নয়। বরং তাকে সঠিকভাবে বড় করা বাবা মায়ের কর্তব্য। তিনি আরও বলছেন, শিশু কোন লিঙ্গের তা থেকে কোনও ভাবেই আলাদা করে সুবিধাপ্রাপ্ত হওয়া যায় না। কিন্তু ছেলেকে ঠিক করে বড় করা আপনার দায়িত্ব যাতে তার সামনে যে কোনও মহিলা নিরাপদ বোধ করেন। প্রসঙ্গত, লকডাউন চলাকালীনই বিরাট কোহলি ও আনুশকা শর্মা জানান, তাদের জীবনে এক নতুন সদস্য আসতে চলেছেন। ২০২১-এ তাদের সন্তান হবে।
সা/৩/১০/১৮.৩১