স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে আপেল সিডার ভিনেগার

ওমেনআই প্রতিবেদক : স্বাস্থ্যোজ্জ্বল চুলের যত্নে আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এটি খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে। জেনে নিন চুলের যত্নে আপেল সিডার ভিনেগার ব্যবহার করবেন কীভাবে-
নরম ও ঝলমলে চুলের জন্য
চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে চাইলে ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনেগার। চুলে শ্যাম্পু করার পর আপেল সিডার ভিনেগার পানির সঙ্গে মিশিয়ে ধুয়ে নিন চুল। এছাড়া আঙুলের সাহায্যে ভিনেগার ব্যবহার করতে পারেন চুলের গোড়ায়। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
খুশকি দূর করতে
খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করতে পারে আপেল সিডার ভিনেগার। পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে তুলা ডুবিয়ে মাথার তালুতে ঘষে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে তিনবার এটি ব্যবহার করতে খুশকি দূর হবে।
চুল পরিষ্কার
চুল পরিষ্কার করতে ভিনেগার দারুণ কার্যকরী। ১ কাপ পানির সঙ্গে ২ টেবিল-চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিতে হবে। গোসলের পর মিশ্রণটি দিয়ে ভেজা চুল ধুয়ে ফেললেই চুল পরিষ্কার দেখাবে। মিশ্রণটি ব্যবহারের পর চাইলে হালকা কন্ডিশনার ব্যবহার করা যাবে।
সা/৬/১০/১১.২৪