লেবালনে ফের বিস্ফোরণ, নিহত ৪

ওমেনআই ডেস্ক : আগস্টের ভয়াবহতার পর লেবালনের বৈরুতে ফের বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত চারজন, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিবিসি জানিয়েছে, শুক্রবার বৈরুতের তারিক-আল-জিদে জেলায় একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর এ বিস্ফোরণ ঘটে। টেলিভিশনের ফুটেজে সরু গলির মধ্যে থাকা ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ভবনগুলোতে আটকেপড়া বাসিন্দাদের বের করে আনতে উঁচু মই ব্যবহার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এদিন বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক নারী টুইটারে লিখেছেন, ‘শব্দ আর ঘরের কাঁপুনি আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলেছিল। আর আমি যে গলিতে থাকে সেখানে সবাই চিৎকার করছিল। আমার পুরোনো কথা মনে পড়ছিল।’
গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে প্রথমে আগুন, এর পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুদামটিতে ২ হাজার ৭৫০ টন বিপজ্জনক রাসায়নিক অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় ৬ বছর ধরে মজুত ছিল বলে জানা গেছে। শক্তিশালী ওই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় অর্ধেক শহর। এতে প্রাণ হারান প্রায় ২০০ মানুষ, আহত হন অন্তত সাড়ে ৬ হাজার। বিস্ফোরণে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
সা/১০/১০/১১.৪৫