বিনোদন
বাবা-মেয়ের গল্প নিয়ে “পিকু”

ওমেনঅাই: বলিউডে ভালোই চলছে ‘পিকু’। লাভস্টোরিকে পিছনে ফেলে মোশন-ইমোশনের কাহিনী নিয়ে পরিচালক সুজিতের ছবি ‘পিকু’ সপ্তাহান্তে কামিয়ে নিয়েছে ৪১ কোটি ৪২ লক্ষ টাকা।
এখন শুধু অপেক্ষা একশো কোটির ক্লাবে ঢোকার পালা।
অমিতাভ বচ্চন, দীপিকা ও ইরফান খান অভিনীত এই ছবিটি প্রথম তিন দিন ব্যবসা করেছে ২৫ কোটি টাকা। আর সাতদিন পর তা দাঁড়িয়েছে দ্বিগুণ।
তবে এখনও ‘পিকু’-এর হলের বাইরে দর্শকদের যা ঢল, তা দেখে মনে হচ্ছে বাবা-মেয়ের জনপ্রিয়তায় ভাটা পড়েনি এক চিলও। তাই এখন দেখার লাভের অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায়।
পিকু’ নিছকই বাবা মেয়ের অতি সাধারণ একটি গল্প। যেখানে না রয়েছে ঝকঝকে লোকেশন, না আইটেম গান, না নিত্য নতুন স্টাইলের বাহার। শুধু আছে নিটোল একটি গল্প। যা মন ছুঁয়ে যায় দর্শকদের। বিশেষ করে এই ছবি থেকে আলাদা এক প্রাপ্তি রয়েছে বাঙালিদের।
ঢাকা, ১৭ মে (ওমেনঅাই)//এসএল//