রাজনীতি
শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, সাগুফতা , রিমি জয়ী

ওমেন আই; পীরগন্জে শেখ হাসিনা,শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, মুন্সিগন্জ-২আসনে সাগুফতা ইয়াসমিন, গাজীপুর থেকে সিমিন হোসেন রিমি জয়ী হয়েছেন।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১,৪৮,৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এ) নূর আলম জাদু পেয়েছেন ৪,৯৫৯ ভোট।
দশম সংসদ নির্বাচনে রোববার দিনব্যাপী ভোটগ্রহণের পর গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহাম্মদ ফলাফল ঘোষণা করেন।
এ আসনের ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত। এ দুই কেন্দ্রের মোট ভোট ৭৫৩২।
নবম সংসদ নির্বাচনেও শ্বশুরবাড়ির এলাকার এই আসনে শেখ হাসিনা জয়ী হয়েছিলেন। তবে তার আগের নির্বাচনে হারতে হয়েছিল তাকে।