অপরাধ
গাজীপুরে নারী শ্রমিকের লাশ উদ্ধার

ওমেন আই:
গাজীপুর সদরে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে বাইমাইলে ভাড়া বাসা থেকে মোহসীনা বেগমের (২০) লাশ উদ্ধারের পর গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহসীনা কোনাবাড়ির তমিজ উদ্দিন টেক্সটাইল মিলের সহকারী অপারেটর ছিলেন বলে স্বজনরা জানান।
মোহসীনার স্বামী সুজন মিয়া বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তিনি কর্মস্থলে চলে যান।
সোমবার সকাল ৬টার দিকে বাসায় ফিরে স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে ঘরের চালের টিন খুলে ভেতরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পান, বলেন সুজন।
পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল।