অর্থনীতি
এনবিআর চেয়ারম্যানের চাকরির মেয়াদ ১ বছর বাড়ল

ওমেন আই: সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এনবিআর চেয়ারম্যান মো. গোলাম হোসেন তার চাকরি শেষে অবসরে যাওয়ার কথা ছিল। তবে সরকার তাকে আরো এক বছরের জন্য এনবিআরের চেয়ারম্যান হিসাবে চুক্তিতে নিয়োগ দেয়।
আদেশে বলা হয়েছে, তার অবসরোত্তর ছুটি বাতিল করে আগামী ৯ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এনবিআরের চেয়ারম্যান থাকবেন।