বিনোদন
দিতির সফল অস্ত্রোপচার

ওমেনআই: ব্রেন টিউমারে আক্রান্ত গুণী অভিনেত্রী দিতির সফল অস্ত্রোপচার আজ সম্পন্ন হয়েছে। চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে আজ বুধবার দুপুর ১২টার দিকে এই অস্ত্রোপচার করা হয়।
দিতির পরিবারের সদস্যরা জানিয়েছেন, সফলভাবেই অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।
তারা আরও জানান, বর্তমানে অস্ত্রোপচার জনিত কারণে দিতি এখন অচেতন অবস্থায় থাকলেও আগামীকাল বিকেলের মধ্যেই জ্ঞান ফিরবে তাঁর।
উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই ঢাকা ত্যাগ করেন দিতি।
ঢাকা. ৩০ জুলাই(ওমেনঅাই)//এসএল//