জাতীয়
ভোট দেয়ায় হিন্দুদের ওপর নির্যাতন : প্রধানমন্ত্রী

ওমেন আই :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের হিন্দু সম্প্রদায় কেন ভোট দিতে গেল এজন্য তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উনিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের নামে মানুষ হত্যা করছে। আন্দোলন আমরাও করেছি। তবে সেটা মানুষকে হত্যা করে নয়, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে।
শেখ হাসিনা বলেন, আমাদের দেশ বহুদলীয় রাজনীতি রয়েছে। নির্বাচনে যে দল হেরে যায়, তারা প্রতিশোধ নিতে ধ্বংসাত্মক ও নাশকতামূলক কাজ করে। এগুলো আমরা বিগত কয়েকমাস ধরে দেখছি। এ ধরনের ধ্বংসাত্মক ও নাশকতামূলক কাজ শুধু ১৯৭১ সালেই দেখেছিলাম। তারা তো যুদ্ধই ঘোষণা করেছেন। কিছু মানুষ মারা যাবে এমন কথাও বলেছেন। তাদের এ ধরনের কাজের জন্য একদিন তাদের জবাবদিহি করতে হবে।