মা হচ্ছেন রাণী মুখার্জী

ওমেনঅাই:বিয়ের মাত্র একবছর পূর্ণ হল এপ্রিলে। এর মধ্যে বেশ কয়েকবারই খবর রটেছে মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রাণী মুখার্জী। কিন্তু রাণী বা তার স্বামী আদিত্য চোপড়া এ নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলতে নারাজ। তাই এতদিন শুধুই গুজব ছিল বিষয়টি। তবে এবার পারিবারিক সূত্রে জানা গেল, মা হতে যাচ্ছেন রাণী।
টেলিভিশন অভিনেত্রী জ্যোতি মুখার্জী সম্প্রতি জানিয়েছেন, মা হচ্ছেন রাণী। জ্যোতি ‘ব্ল্যাক’ তারকার ভাই রাজা মুখার্জীর স্ত্রী। তিনি আরও জানেন, জানুয়ারিতে তারা রাণীর সন্তান আশা করছেন।
এদিকে বর্তমানে রাণী বা আদিত্য কেউই ভারতে নেই। একমাস যুক্তরাজ্যে অবস্থানের পর আগস্টের শেষ সপ্তাহে তাদের মুম্বাইয়ে দেখা গেছে। তবে এখন কোথায় আছেন তা জানা যায়নি।
বেশ কয়েক বছর প্রেমের পর ২০১৪ সালের এপ্রিল ইতালিতে বিয়ে করেন রাণী মুখার্জী ও প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়া। রাণীকে সর্বশেষ দেখা গেছে ওই বছর মুক্তি পাওয়া ‘মার্দানি’ চলচ্চিত্রে। এর পর আর কোনো চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
এনডিটিভি অবলম্বনে।
ঢাকা, ০২ েসপ্টেম্বর (ওমেনঅাই)//এসএল//