রাজনীতি
পতাকাবিহীন গাড়িতে করে কার্যালয়ে গেলেন খালেদা

ওমেন আই : ১৪ দিন পর শনিবার রাতে বেগম খালেদা জিয়া যখন তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান তখন গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল না। কেবল দলীয় পতাকা ছিল। বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত গাড়ি থেকে জাতীয় পতাকা নামিয়ে ফেলেছেন।
সরকারি গাড়ি দুটি ফেরত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংসদ সচিবালয় ও ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য গাড়ি দুটি তাকে সরকারিভাবে দেয়া হয়েছিল।
বৃহস্পতি ও শুক্রবার গাড়ি দুটি ফেরত দেয়া হয়েছে বলে শুক্রবার রাতে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ।