সারাদেশ
সৌদিতে ২৪ সেপ্টেম্বর ঈদ

ওমেনঅাই: সৌদি আরবের আকাশে রবিবার চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর হজ্ব ও ২৪ সেপ্টেম্বর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবকয়টি দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
সৌদি আরবের উম্মুল ক্বোরা পঞ্জিকা অনুযায়ী সোমবার জিলহজ্ব মাস শুরু হবার কথা থাকলেও রবিবার সন্ধ্যার আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে আগামী মঙ্গলবার থেকে জিলহজ্ব মাস শুরু হবে। সে হিসেবে জিলহজ্ব মাসের ৯ তারিখ অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পবিত্র হজ্ব এবং পরের দিন ঈদুল আযহা অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর (ওমেনঅাই)// এসএল//