শিক্ষা
রোববার থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছুটি

ওমেনঅাই: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) উপাচার্য দফতর এসএম হাফিজুর রহমান জানান, পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
তিনি জানান, ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে আগামী ২২ সেপ্টেম্বর হতে ১ অক্টোবর পর্যন্ত। আগামী ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিস আবারও শুরু হবে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ওমেনঅাই)// এসএল//