রাজনীতি
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলেন এরশাদ

ওমেন আই :
অবশেষে নতুন সরকারে একটি সম্মানজনক পদ পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তাকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে। মন্ত্রী পদমর্যাদায় এ পদে তিনি একজন পূর্ণ মন্ত্রীর সব সুযোগ সুবিধা ভোগ করবেন।
আজ সন্ধ্যায় এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রি পরিষদ বিভাগ।
এছাড়া প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টাকে অব্যহতি দিয়ে চারজনকে আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এদের মধ্যে রয়েছেন- রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড: মশিউর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা ড: গওহর রিজভী ও সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী।