স্বামী সন্তানদের মিস করছি: দেবযানী

ওমেন আই :
নিজের স্বামী-সন্তানকে আমেরিকায় রেখে দেশে ফিরে আসার কষ্টের কথা ব্যক্ত করলেন দেবযানী খোবরাগাড়ে।
৩৯ বছর বয়স্ক এই ভারতীয় কূটনিতিক সানডে এক্সপ্রেস এর কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আমার স্বামী, সন্তানদের সাথে একসাথেই থাকতে চাই। ওদের খুব মিস করছি।
তিনি বলেন, “যদি আমার সন্তানরা আমেরিকাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়? যদি আমি আর সেখানে ফিরে যেতে না পারি, যেমনটা এখন পারছি না। এর মানে কি এই যে আমরা আর কখনোই একটা পরিবারের মত একসাথে থাকতে পারব না?”
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেবযানী বলেন, “কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য দেশের মানুষকে ধন্যবাদ। এই বিষয়ে আমার কিছু বলার নেই। যা বলার ভারত সরকার ও আমার কৌঁসুলি বলবেন।”
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, দেশে ফিরে গেলেও দেবযানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহার করবে না আমেরিকা। এমনকি তার বিরুদ্ধে আমেরিকা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেও বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তাই নিজের পরিবারের কাছে দেবযানী আদৌ আর ফিরে যেতে পারবেন কি না তা নিয়ে আসলেই সংশয় দেখা যাচ্ছে।