রাজনীতি
ময়মনসিংহে ঈদ করবেন রওশন এরশাদ

ওমেনঅাই: দু’জন স্বামী-স্ত্রী। একজন সাবেক রাষ্ট্রপতি। অন্যজন সাবেক ফার্স্টলেডি ও বর্তমান বিরোধীদলীয় নেতা। এবারের ঈদ একসঙ্গে করছেন না তারা দু’জন।
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ এবার ঈদে থাকবেন ময়মনসিংহে। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়িত হওয়ায় তিনি ময়মনসিংহবাসীর সঙ্গে সেই আনন্দ-উৎসব উপভোগ করবেন।
বিরোধীদলের নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব ফখরুল ঈমাম এমপি বলেন, ‘২৩ সেপ্টেম্বর রওশন এরশাদ ময়মনসিংহে যাবেন। সেখানেই তিনি ঈদ কাটাবেন।’
ঢাকা, ২১ সেপ্টেম্বর (ওমেনঅাই)// এসএল/