রাষ্ট্র ক্ষমতার কর্ণধার:রংপুরের দুই পুত্রবধূ

ওমেন আই:
রংপুরের দুই পুত্রবধূ শেখ হাসিনা ও বেগম রওশন এরশাদ। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শেখ হাসিনা । আর একই সংসদের বিরোধী দলীয় নেতা হচ্ছেন বেগম রওশন এরশাদ । বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দুই কর্ণধার । খুশী রংপুরবাসী।
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড.এম ওয়াজেদ মিয়া রংপুরের কৃতি সন্তান। তার সহধর্মিনী শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রী । যদিও শেখ হাসিনা এবারের নির্বাচনে রংপুর-৬ থেকে নির্বাচিত হলেও তা ছেড়ে দিয়েছেন।
অপরদিকে রংপুরের আরেক সন্তান সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিনী বেগম রওশন এরশাদ। তিনি এবারের নির্বাচনে ময়মনসিংহ-৪ আসন থেকে বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা মনোনীত হয়েছেন। তিনিই হচ্ছেন দশম জাতীয় সংসদের বিরোধীদলের নেত্রা।
নবম নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১১ সালে ৮ জানুয়ারী রংপুরে প্রথম সফরে এসে রংপুরের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ২৬টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার মধ্যে রংপুর বিভাগ, সিটি করপোরেশন করার পাশাপাশি রংপুর নগরীর ১৬ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করাসহ ১০টি প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। কাজ চলছে দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর।
বাস্তবায়ন হয়নি অনেক প্রতিশ্রুতির। রংপুরবাসী তাই এবার আশায় বুক বেঁধে আছেন। সরকারীদল ও বিরোধীদলের নেতা রংপুরের বধূ হওয়ায় এবার তাদের অনেক স্বপ্নের বাস্তবায়নে হবে।