ঈদে মম অপূর্বর ৬দিনের ধারাবাহিক

ওমেনঅাই: প্রেম ভালোবাসার পরামর্শদানকারী একটি প্রতিষ্ঠান খোলেন অপূর্ব ও ইরেশ যাকের। আর তাদের কাছে এ বিষয়ে পরামর্শ নিতে আসেন মম ও সাজু খাদেম। আর এ পরামর্শ দিতে গিয়েই ঘটে নানা ধরনের ঘটনা। এদিকে প্রেম ভালোবাসার পরামর্শ দিতে গিয়ে নিত্য-নতুন সব আইডিয়া আবিষ্কার করেন অপূর্ব ও ইরেশ।
তাদের কাছে আসা ক্লাইন্টটেরাও আসেন হরধমে! তাদের চমকপ্রদ আইডিয়াও বেশ ধারুন ভাবে সফল হওয়ার পথে এগিয়ে যেতে থাকে! আর এভাবেই এগিয়ে যেতে থাকে ‘নিশ্চিত প্রেমের সাতটি উপায়’নাটকের গল্প। সাত পর্বের এ ধারাবাহিক নাটকটি লিখেছেন শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমন।
আর পরিচালনা করেছেন শিহাব শাহীন। এনটিভিতে ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে। নাটকটি নিয়ে পরিচালক শিহাব শাহীন প্রিয়.কমকে বলেন,‘ দর্শক টিভির পর্দায় যে বিনোদন নেওয়ার জন্যে বসে, এ নাটকটি দেখলে তারা আসালেই বিনোদিত হবে। আর দর্শক না দেখলে অনেক মিস করবে। অপূর্ব ,ইরেশ, মম, সাজু খাদেম,নওশাবা আহমেদ, মৌসুমী হামিদ,আনন্দ খালেদ,সুষমা সরকারসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর (ওমেনঅাই)// এসএল//