জাতীয়
শেখ হাসিনাকে ভারতের পর চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওমেন আই: তৃতীয় দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কে কিয়াং। সোমবার এক বার্তায় তিনি চীনের জনগণ ও তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এ অভিনন্দন জানান। এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
চীনা প্রধানমন্ত্রীর এ বার্তাটি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লী জুন।
এ সময় চীনা দূত নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকেও শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় চীনের প্রধানমন্ত্রী বলেছেন, চীন বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক সম্মিলিত প্রয়াসে জোরদার হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে।