মা-মেয়ে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ওমেনঅাই:ট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে মা ও মেয়েকে গলাকেটে হত্যা মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত উভয়কে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আবু রায়হান ওরফে আরজু (২৩) ও শহিদ (২৭)। তারা বর্তমানে কারাগারে আছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ২০১৪ সালের ২৪ মার্চ সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে যমুনা নামে একটি ভবনের চতুর্থ তলায় সিএ্যান্ডএফ ব্যবসায়ীর মেয়ে এসএসসি পরীক্ষার্থী সায়মা নাজনীন নিশাত (১৬) ও স্ত্রী রেজিয়া বেগমকে (৫০) কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলী ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আইয়ূব খান বলেন, ‘মামলার অভিযোগপত্রে ৩৭ জন সাক্ষীর কথা উল্লেখ ছিল। আমরা ৩০ জনের সাক্ষ্য নিয়েছি। ১০ দিন ধরে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।’
ঢাকা,০১ অক্টোবর (বাংলানিউজ ১৬)//এলএইচ//