অপরাধ
কুড়িগ্রামে একই পরিবারের ৪ জনকে হত্যা

ওমেন আই:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের ৪ সদস্যকে গলা কেটে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- গৃহকর্তা সুলতান মিয়া (৫৫), স্ত্রী হাজেরা বেগম (৪৫), নাতনি রোমানা বেগম (১৪) ও আনিকা (৭)। নাতনি মৌসুমীকে (১০) মুমুর্ষূ অবস্থায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বুধবার ভোররাতে ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌঁছেছে। তবে কী কারণে কারা হত্যাকান্ড ঘটিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি/এ, আর/১৫ জানুয়ারি