আন্দোলন সংগ্রামে নারী
নেপালের পার্লামেন্টে প্রথম নারী স্পিকার

ওমেনআই:প্রথম নারী স্পিকার হিসেবে নেপালের মাওবাদী রাজনীতিবিদ ওনসারি ঘারতি মাগারকে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট।
শুক্রবার পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতভাবে স্পিকার হিসেবে নির্বাচিত করে তাকে। এর আগে নেপালের দ্বিতীয় সাংবিধানিক গণপরিষদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩৭ বছর বয়সী ওনসারি ঘারতি মাগার।
নির্বাচিত হওয়ার পরপরই নতুন সংবিধানের আলোকে আইন প্রণয়নে সকলের সহযোগিতা চান তিনি। একই দিন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয় প্রজাতন্ত্র পার্টির গঙ্গা প্রশাদ যাদবকে।
প্রাক্তন মাওবাদী গেরিলা যোদ্ধা ঘারতি মাগার প্রায় এক দশক ধরে মাওবাদী বিদ্রোহে অংশ নিয়েছালেন যা ২০০৬ সালে শেষ হয়েছে।
দেশটির প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসও ঘারতির প্রার্থীতা সমর্থন করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা, ১৯ অক্টোবর (ওমেনআই)//এসএল//