খেলাধুলা
দ: আফ্রিকার নারী ক্রিকেট দল আসছে ৩ নভেম্বর

ওমেনঅাই:অস্ট্রেলিয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছিল দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। তবে কিছুদিন আগে বাংলাদেশে আসতে সম্মতি জানিয়েছিল তারা। তবে এবার বিসিবি সভাপতি নিশ্চিত করলেন, ৩ নভেম্বর ঢাকার মাটিতে পা রাখবে প্রোটিয়া নারী ক্রিকেট দল। বুধবার ধানমন্ডির নিজ কার্যালয়ে এমনটাই জানালেন সভাপতি নাজমুল হাসান পাপন। সফরে প্রোটিয়া নারী দল বাংলাদেশের মেয়েদের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ৫টি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বলে জানান পাপন।
ঢাকা, ২২ অক্টােবর(ওমেনঅাই২৪ডটকম)//এসএল//