রাজ-সিমরান এর ২০ বছর পার!

ওমেনঅাই: ফিরিয়ে দাও আমার বিশটি বছর! সিনেমার এমন অতি পরিচিত ঢংয়ে বলতেই পারেন রাজ আর সিমরান। নাম দুটি খুব চেনা হওয়া স্বাভাবিক। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। মনে পড়ে গেছে নিশ্চয়। ‘রাজ’ চরিত্রের শাহরুখ খান আর ‘সিমরান’ চরিত্রের কাজলের অবিস্মরণীয় সেই সেলুলয়েড প্রেম ভোলা কি যায়? আর যারা সেই চরিত্রে অভিনয় করেছিলেন সেই শাহরুখ-কাজলের কাছে মনে হয়, এইতো সেদিন। সপ্তমীর সকাল হতেই টুইটারে ভাইরাল ‘দিলওয়ালে’। ছবির সেই দৃশ্যটা মনে আছে? যেখানে সিমরনকে কাঁধে তুলে নিয়েছিলেন রাজ? ‘ডিডিএলজে’-র জন্মদিনে বিশ বছর আগের সেই রোম্যান্টিক মুহূর্ত যেন ফিরিয়ে আনলেন শাহরুখ। কাজলকে আবার কাঁধে তুলে নিলেন। টুইটারে সেই ছবি শেয়ার করতেই ভাইরাল! এটাইতো স্বাভাবিক। রাজ-সিমরান বলে কথা। ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘টিম রোহিত শেঠি ও রেড চিলিজকে ধন্যাবাদ। আমি যখন কাজলকে আবার কাঁধে তুলে নিলাম সবাইকে খুশি খুশি দেখাচ্ছিল। আজ রাতে দিলওয়ালে টিমের সঙ্গে খুব আনন্দ করেছি। শুটিংয়ের সময় রোহিত একটা ভিডিও তুলেছে। সেটাও আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি।’’
ঢাকা, ২২ অক্টােবর(ওমেনঅাই২৪ডটকম)//এসএল//